সিএনএম প্রতিনিধিঃ
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার আগানগর এলাকায় থেকে ১৮ জুয়াড়িকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
বুধবার (২৬ মে) সকালে র্যাবের পাঠানো এক প্রেস বিবৃতিতে এ খবর জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, জুয়ার বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে গতকাল মঙ্গলবার (২৫ মে) রাত সাড়ে দশটার দিকে র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আগানগর ছোট মসজিদ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে জুয়ার আসর হতে জুয়া খেলা অবস্থায় মোট ১৮ জন জুয়াড়িকে আটক করেন।
আটকরা হলেন- ১। মো. জনি (৩১), ২। মো. দুলাল (৪০), ৩। মো. স্বপন (৩৮), ৪। মো. দেলোয়ার হোসেন (৩৮), ৫। মো. জুয়েল (৩০), ৬। মো. জাহাঙ্গীর (৬০), ৭। মোঃ আমিন হোসেন (৩০), ৮। মো. রফিকুল ইসলাম (৪৪), ৯। মানিক ইসলাম (২৫), ১০। আব্দুল আলি (৩৪), ১১। মো. আলমগীর (৩৪), ১২। সুমন রেজা জম্মন (৪০), ১৩। মো. রুবেল (৩৫), ১৪। মো. জয়নাল হোসেন (৩৬), ১৫। মো. মানিক মিয়া (৪৫), ১৬। সাইদুল ইসলাম (৩২), ১৭। মো. সোহেল রানা (৩৮) ও ১৮। মো. জসিম (৩৫)।
এসময় তাদের নিকট থেকে খোলা অবস্থায় ২০৮ (দুইশত আট) পিস জুয়া খেলার কার্ড (তাস), ২৩টি মোবাইল ফোন ও নগদ- ৭২,৮০০/- (বাহাত্তর হাজার আটশত) টাকা উদ্ধার করা হয়।