সোমবার, ০৫ মে ২০২৫, ১১:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২ প্রতারণার মামলায় আসামী গ্রেফতার তিতাসে দল গোছাতে ব্যস্ত বিএনপি, আত্মগোপনে কোণঠাসা আ’লীগ ঢাবির সাবেক উপাচার্য, প্রক্টর ও আ.লীগের নেতাদের নামে মামলা হত্যা মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবুকে কেন জামিন নয়: হাইকোর্টের রুল বিয়ের দাবিতে কুয়েত প্রবাসীর বাড়িতে বিশ্ববিদ্যালয় ছাত্রীর অনশন আবরার হত্যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ: মৃত্যুদণ্ড ২০, যাবজ্জীবন পাঁচ ভাসানচর থেকে পালিয়ে আসা ৩৫ রোহিঙ্গা চট্টগ্রামে গ্রেফতার রিয়াজ-ফেরদৌস-চঞ্চলসহ ১৪ শিল্পীর বিরুদ্ধে মামলা, এজাহার থেকে যা জানা গেল পাড়ায় পাড়ায় ফ্যাসিবাদবিরোধী মঞ্চ তৈরির আহ্বান নাহিদ ইসলামের

৪২ কেজি হরিণের মাংসসহ বাবা-ছেলে গ্রেফতার

  • আপডেট সময় মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১, ১২.০৫ পিএম
  • ৩৮৬ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাট জেলার সুন্দরবন সংলগ্ন রামপাল থেকে হরিণের জবাই করা ৪২ কেজি মাংসসহ বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) ভোরে রামপাল উপজেলার বগুড়া নদীর চর থেকে হরিণের মাংসসহ তাদের গ্রেফতার করা হয়। এদের বিরুদ্ধে রামপাল থানায় বন্যপ্রাণি সংরক্ষণ আইনে একটি মামলা করা হয়েছে। একইদিন দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এই তথ্য জানান বাগেরহাট জেলার অতিরিক্ত পুলিশ সুপার মীর মো. শাফিন মাহমুদ।
আটকরা হলেন- বাগেরহাটের রামপাল উপজেলার গোবিনাথপুর গ্রামের আব্দুর রহমান শেখ (৫২) এবং তার ছেলে মোস্তাকিন শেখ (২৭)। তাদের কাছ থেকে হরিণের মাংসসহ হরিণের তিনটি মাথাও পাওয়া গেছে। এর আগে গত ৭২ ঘণ্টায় বাগেরহাটের শরণখোলা ও মোংলা উপজেলা থেকে একটি হরিণের মাথা ৬৭ কেজি মাংসসহ চারজনকে গ্রেফতার করে কোস্ট গার্ড ও বন বিভাগ।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মীর মো. শাফিন মাহমুদ সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল রামপাল উপজেলার বগুড়া নদীর চর থেকে সুন্দরবন থেকে শিকার করে নিয়ে আসা ৪২ কেজি হরিণের মাংসসহ বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে।
সোমবার সুন্দরবন থেকে ফাঁদ পেতে অন্তত ৩টি চিত্রল হরিণ শিকার করে এই শিকারিরা। পরে তারা এই হরিণগুলো জবাই করে লোকালয়ে বিক্রির জন্য নিয়ে আসে বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, হরিণের চামড়া তারা কি করেছে তা স্বীকার করেননি। এই চক্রে আরও কয়েকজন জড়িত রয়েছে তাদের ধরার চেষ্টা চলছে। সুন্দরবনের জীববৈচিত্র সংরক্ষণে পুলিশ সব সময় তৎপরত রয়েছে। এদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2025
Theme Developed BY ThemesBazar.Com