সিএনএম প্রতিনিধিঃ
করোনা ভাইরাসের সংক্রমনে ক্ষতিগ্রস্থ্য ও দেশের সবচেয়ে বড় যৌনপল্লী দৌলতদিয়ার সুবিধা বঞ্চিত ৬৫২ জন শিশুর মাঝে ঈদের নতুন পোশাক বিতরন করা হয়েছে।
শনিবার (৮ মে) সকালে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যান তহবিল থেকে দৌলতদিয়া রেলস্টেশন শহীদ মিনার এলাকায় ওই পোশাক বিতরন করা হয়।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজিজুল হক খান মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্য্যান মোস্তফা মুন্সি, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, অসহায় নারী ঐক্য সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগম প্রমুখ।
করোনা ভাইরাসের সংক্রমনে ক্ষতিগ্রস্থ্য ও দেশের সবচেয়ে বড় যৌনপল্লী দৌলতদিয়ার সুবিধা বঞ্চিত ৬৫২ জন শিশুর মাঝে ঈদের নতুন পোশাক বিতরন করেন রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম।