নিজস্ব প্রতিবেদকঃ
বরিশাল নগরীর মীরা বাড়ির পোল সংলগ্ন এলাকায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও গাঁজা সহ পিতা-পুত্র আটক।
শুক্রবার (৩০ এপ্রিল) রাত ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম’র নেতৃত্বে এসআই রিয়াজুল -১, এসআই মেহেদী, এসআই অলিপ সহ সঙ্গীয় অফিসারবৃন্দ নগরীর মীরা বাড়ির পোল সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনায় কোতোয়ালি মডেল থানাধীন ১৪ নং ওয়ার্ডস্থ মিরাবাড়ি পোল সংলগ্ন এলাকার ভাড়াটিয়া, ঝালকাঠি জেলা নলছিটি থানাধীন ৭ নং সূর্য পাশা ইউনিয়নের মৃত চেরাগ আলী সরদারের ছেলে মোঃ শাহজাহান সরদার (৫৫) ও তার ছেলে ইমরান সরদার (২৪) কে গাঁজা ও দেশীয় অস্ত্র সহ আটক করেন।
আটককৃত পিতা-পুত্রের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।