সিএনএম প্রতিনিধিঃ
রাজধানীর কদমতলী ও ডেমরা এলাকায় তিনটি হাসপাতালে অভিযান চালিয়ে সাড়ে আট লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। র্যাব-১০-এর এএসপি (মিডিয়া) এনায়েত কবীর সোয়েব শুক্রবার এ তথ্য জানিয়েছেন।
র্যাব কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০-এর একটি দল রাজধানীর কদমতলী ও ডেমরা এলাকায় বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করে। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আক্তারুজ্জামানের নেতৃতে ভ্রাম্যমাণ আদালত অবৈধ হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও নার্সিং হোম প্রতিষ্ঠার অপরাধে ফ্রেন্ডশিপ স্পেশালাইজড হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার মাতুয়াইলকে চার লাখ পঞ্চাশ হাজার টাকা, দি ঢাকা ইসলামিয়া হাসপাতাল ডেমরাকে দুই লাখ টাকা ও মাল্টি কেয়ার নার্সিং হোমকে দু’লাখ টাকা জরিমানা করে।
এনায়েত কবীর সোয়েব আরো জানান, দীর্ঘ দিন ধরে এই অসাধু ব্যবসায়ীরা রাজধানীর ডেমরা ও কদমতলী এলাকায় অবৈধ হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও নার্সিং হোম প্রতিষ্ঠা করে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে।