সিএনএম প্রতিনিধিঃ
রাজবাড়ীর গোয়ালন্দের উপজেলার দৌলতদিয়াতে করোনাভাইরাস সংক্রমণের ফলে ক্ষতিগ্রস্থ অসহায় যৌনকর্মী, তৃতীয় লিঙ্গের সদস্য ও প্রতিবন্ধীদের সহ ১৫০০ পরিবারকে প্রধানমন্ত্রীর দেওয়া খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম।
শনিবার (২৪ এপ্রিল) বেলা ১২টায় দৌলতদিয়া পূর্বপাড়াতে তিনি এই খাদ্য-সামগ্রী বিতরণ করেন। উপকারভোগীদের মধ্যে রয়েছে দৌলতদিয়ার ১৩০০ যৌনকর্মী, তৃতীয় লিঙ্গের সদস্য ও প্রতিবন্ধী।
খাদ্য-সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, আলু ও চিড়া।
রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, করোনাকালীন সময়ে যৌনকর্মী, তৃতীয় লিঙ্গের সদস্য ও প্রতিবন্ধীরা সবচেয়ে বেশি অসহায় অবস্থায় পড়েছে। তাই এদের জন্য প্রধানমন্ত্রী বিশেষ বরাদ্ধ রেখে খাদ্য সামগ্রী বিতরণের জন্য নির্দেশ দিয়েছেন।
জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: মাহাবুর রহমান শেখ, গোয়ালন্দ উপজেলা চেয়ারম্যান মোস্তফা মুন্সী, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম, অসহায় ঐক্য নারী পরিষদের সভানেত্রী ঝুমুর বেগম, তৃতীয় লিঙ্গের প্রতিনিধি মাহিয়া মাহি উপস্থিত ছিলেন ।