সিএনএম প্রতিনিধিঃ
কক্সবাজারের টেকনাফ লেদা সীমান্তে ৪ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ১২ কোটি টাকা বলে জানায় বিজিবি।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) ভোর সাড়ে ৪ টার দিকে অভিযান চালিয়ে ইয়াবার চালানটি উদ্ধার করা হয়। তবে এ ব্যাপারে কাউকে আটক করা যায়নি।
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মিয়ানমার থেকে মাদকের চালান আসার খবর পেয়ে লেদা খাল এলাকায় অবস্থান নেয় বিওপির জওয়ানেরা। কিছুক্ষণ পর ৫-৬ জন ব্যক্তি ৪ টি ব্যাগ কাঁধে নিয়ে লবণ মাঠের দিকে আসলে বিজিবির উপস্থিতি টের পেয়ে ব্যাগ ও প্রাণ রক্ষার্থে লেদা খাল দিয়ে পালিয়ে যায়। ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের কাউকে আটক করা যায়নি। পরে বিজিবি জওয়ানেরা ঘটনাস্থল তল্লাশী করে ৪টি ব্যাগ থেকে ৪ লাখ পিস ইয়াবা উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ১২ কোটি টাকা।
লেঃ কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, জব্দকৃত মাদকের চালান পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।