বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৮:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

বিএনপির ওয়ার্ড কমিটি গঠনকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে হট্টগোল-হাতাহাতি

  • আপডেট সময় রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ৩.০০ পিএম
  • ৪০ বার পড়া হয়েছে
সিএনএমঃ
কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়ন বিএনপির ওয়ার্ড কমিটি গঠনে অনিয়মের অভিযোগ তুলে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাজেদুল ইসলাম মিন্টুর বিরুদ্ধে অপপ্রচার ও মানব বন্ধন করার প্রতিবাদে মানববন্ধন করেন।
রবিবার (১৩ এপ্রিল) বেলা এগারোটায় উপজেলার মৌটুপী এলাকায় মাজেদুল ইসলাম মিন্টুর কর্মী সমর্থক ও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীরা পাল্টা মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন।
প্রতিবাদ সভা শেষে উপস্থিত নেতাকর্মীরা মিছিল নিয়ে বের হয়ে প্রতিপক্ষের নেতাকর্মীদের উদ্দেশ্য করে স্লোগান দেয় স্বৈরাচারের দোসররা হুশিয়ার সাবধান,স্বৈচারের ঠিকানা বিএনপিতে হবেনা এবং কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ করে দুই গালে জুতা মারার স্লোগানও দেন তারা।
এসময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তার বেপারীর অনুসারী ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি রাশেদ মেম্বার ও যুবদল নেতা কবির হোসেনসহ ৪০/৫০ জন লোক নিয়ে এসে মিছিলে বাধা দিলে মাজেদুল ইসলাম মিন্টু গ্রুপ ও আক্তার বেপারী গ্রুপের মধ্যে হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটে। এসময় উপস্থিত সাংবাদিকরা ভিডিও করতে গেলে আক্তার বেপারীর লোকজন বাধা দেন এবং অসৌজন্যমূলক আচরণ করেন।
এবিষয়ে মজিদপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাজেদুল ইসলাম মিন্টু বলেন, কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা অনুযায়ী আমাদের তিতাস উপজেলা বিএনপি ইউনিয়ন বিএনপির কমিটি গুলো বিলুপ্ত করে ৫ সদস্য বিশিষ্ট  আহ্বায়ক কমিটি গঠন করে দেন এবং ওয়ার্ড কমিটি গুলো পুনঃগঠন করার নির্দেশনা দেন। নেতৃবৃন্দের নির্দেশনা মোতাবেক আমরা প্রতিটি ওয়ার্ডে কর্মী সম্মেলন করে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থীদের নাম নেই,পরবর্তীতে সিনিয়র নেতাদের সাথে আলোচনা করে ত্যাগীদের মুল্যায়ন করে এবং আওয়ামীলীগের দোসরদের বাদ দিয়ে কমিটি অনুমোদন দেই। উক্ত কমিটি প্রকাশের পূর্বেই ১১ এপ্রিল শুক্রবার বিকালে মজিদপুর উচ্চ বিদ্যালয় মাঠে,মোশাররফ, ইউনুছ,শফিকুল ইসলাম,এনামুল হক এমদাদ,শুক্কুর মেম্বার ও ইব্রাহিম মোল্লা মানব বন্ধন ও প্রতিবাদ সভা করে আমার বিরুদ্ধে অপপ্রচার করে মানহানি করে,তারই প্রতিবাদে আজ মজিদপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা মানব বন্ধন ও প্রতিবাদ সভা করেন এবং বিক্ষোভ মিছিল করেন এসময় ৯ নং ওয়ার্ড সভাপতি রাশেদ মেম্বার ও যুবদল নেতা কবিরসহ ৪০/৫০ জন লোক এসে বাধা দিলে উভয়ের মধ্যে হাতাহাতি ও হট্টগোল হয়। আমি উভয়কে শান্ত করার চেষ্টা করি।
এবিষয়ে ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি রাশেদ মেম্বার ও যুবদল নেতা কবির হোসেন বলেন, আমরা দীর্ঘ দিন  ধরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড.খন্দকার মোশাররফ হোসেন স্যারের নেতৃত্ব ৩০ বছর ধরে বিএনপি করে আসছি এবং বর্তমানে নির্বাহী কমিটির সদস্য ড.খন্দকার মারুফ হোসেনের নেতৃত্ব বিএনপি করছি।
আজ সকালে আমরা ওয়ার্ড বিএনপির কার্যালয়ে নেতাকর্মীরা বসে আছি, এমন সময় মাজেদুল ইসলাম মিন্টুর লোকজন এসে আমাদের সামনে আমাদেরকে উদ্দেশ্য করে  স্বৈরাচার বলে স্লোগান দেয় তখন উপস্থিত নেতাকর্মীরা জানতে চায় কাকে স্বৈরাচার বলে স্লোগান দেন এনিয়ে উভয়ের মধ্যে উত্তেজনা হয়েছে মাত্র।
উল্লেখ ১১ এপ্রিল শুক্রবার বিকালে মজিদপুর উচ্চ বিদ্যালয় মাঠে ওয়ার্ড কমিটি গঠননে অনিয়ম ও ত্যাগীদের মুল্যায়ন না করার প্রতিবাদে মানব বন্ধন ও প্রতিবাদ সভা করেন পদবঞ্চিত ইউনুস,মোশাররফ, শফিকুল ইসলাম, এনামুল হক এমদাদ,শুক্কুরবার মেম্বার ও ইব্রাহিম মোল্লা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2025
Theme Developed BY ThemesBazar.Com