সিএনএম প্রতিবেদকঃ
সর্বাত্মক লকডাউনের ঘোষণায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘরমুখো মানুষের ভিড় লক্ষ করা গেছে। সোমবার (১২ এপ্রিল) দুপুরে দৌলতদিয়া ফেরিঘাটে ঘরমুখো যাত্রীদের এ চাপ দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীদের চাপ আরও বাড়ছে।
সরেজমিনে দেখা যায়, ফেরিতে সামাজিক দূরত্ব না মেনেই ছোট যানবাহনের পাশাপাশি গাদাগাদি করে পার হচ্ছেন যাত্রীরা।
জানা গেছে, আগামী ১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউনের ঘোষণায় রাজধানী ছেড়ে বাড়িতে ফিরছে হাজারো মানুষ। তবে দূরপাল্লার গণপরিবহন বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাটে এসে গণপরিবহন না পেয়ে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। একপ্রকার বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে ছোট যানবাহন মাহেন্দ্রা, অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন উপায়ে গন্ত্যব্যে রওনা দিচ্ছেন তারা।
এদিকে যাত্রী ও যানবাহন পারাপারে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট বড় ১৫টি ফেরি চলাচল করছে। ফেরিতে গণপরিবহন পারাপার বন্ধ থাকলেও পারাপার হচ্ছে পণ্যবাহী ট্রাক, প্রাইভেটকার, মাইক্রোবাস, অ্যাম্বুলেন্স, মোটরসাইকেল ও যাত্রী।
নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া প্রান্তের সড়কে প্রায় চার শতাধিক পণ্যবাহী ট্রাক সিরিয়ালে আটকা পড়েছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক ফিরোজ খান বলেন, দৌলতদিয়ায় পণ্যবাহী ট্রাকের চাপ রয়েছে। এছাড়া ঢাকা থেকে আসছেন যাত্রীরা। বর্তমানে এ রুটে ১৫টি ফেরি চলছে।