বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৫:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

সাংবাদিকের উপর স্বেচ্ছাসেবক লীগ নেতার হামলার অভিযোগ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪, ১০.৫৩ এএম
  • ২৮২ বার পড়া হয়েছে
সাকিব হোসেইন:
কুমিল্লা জেলার তিতাস উপজেলা দৈনিক মানব জমিন পত্রিকা
প্রতিনিধি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সদস্য সচিব মো. জুয়েল রানার উপর কুমিল্লা উঃ জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সদস্য রাজিব মুন্সির নেতৃত্বে একদল সন্ত্রাসী বাহিনী নিয়ে পরিকল্পিত ভাবে হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে।
গতকাল বুধবার (৩১ জুলাই) বিকাল ৫টায় তিতাস উপজেলার বাতাকান্দি বাজারের হযরত আলীর চায়ের দোকানে ঘটনাটি হয়।।
অভিযোগ তুলে সাংবাদিক জুয়েল রানা বলেন, বিকালে বাতাকান্দি বাজারে হযরত আলীর চায়ের দোকানের সামনে আড্ডা দিচ্ছিলেন। এসময় তিতাস উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা রাজিব মুন্সি ও তার সাঙ্গপাঙ্গ সাদ্দাম, হিরনসহ আরও কয়েকজন সন্ত্রাসী অতর্কিত ভাবে তাকে মারধর শুরু করেন। এসময় স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।এর আগে সকালে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনের সংবাদ সংগ্রহ করতে তিতাস উপজেলায় গেলে সাংবাদিক জুয়েলকে হুমকি দেন রাজিব। সাংবাদিক জুয়েল আরও জানান, ৩০ জুলাই তার ফেসবুক আইডি থেকে তিতাস উপজেলা  মহিলা আওয়ালীগ নেতৃদের লাল শাড়ি পরা একটি ছবি পোস্ট দিয়েছিলেন। সেই পোস্টকে কেন্দ্র করেই এই হামলা করে তারা।
ঘটনায় অভিযুক্ত কুমিল্লা উঃ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য রাজিব মুন্সি বলেন, গতকাল জুয়েল রানা তিতাস উপজেলা মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের ২/১ মাস আগের একটি পিকনিকের লাল শাড়ি পরিহিত ছবি দিয়ে ফেইসবুকে স্টাটাস দেয় তিতাস উপজেলা আওয়ামী মহিলা লীগ পুরাই লাল। সেখানে অনেকেই মহিলা নেতৃবৃন্দ কে নিয়ে বাজে মন্তব্য করেছেন বিষয়টা আমার খারাপ লাগে। পরে আজ সকালে উপজেলায় প্রোগ্রামে জুয়েল এর সাথে দেখা হলে আমি বলি ভাই আপনি বিএনপি করেন না কি করেন জানিনা। তবে পক্ষপাতিত্ব না করে কোন ব্যাক্তিকে আঘাত করে পোষ্ট দেয়া আপনার ঠিক হয় নাই। ব্যাক্তি কে আঘাত করে পোষ্ট না দিয়ে আপনি ব্যাক্তিগত ভাবে বলতে পারতেন। কাউকে ম্যানশন করে পোষ্ট দেয়া ঠিক হয় নাই। তারপর এ পর্যন্ত কথা সেখানে শেষ এরপর বাজারে কি হয়ছে না হয়েছে সে বিষয়ে আমি অবগত না।
সাংবাদিকের হামলার ঘটনাটি তিতাস থানায় অবহিত করা হলে তাৎক্ষণিক উপপরিদর্শক (এস আই) তানভীরকে ঘটনা স্থলে পাঠানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2025
Theme Developed BY ThemesBazar.Com