মোঃ আলমগীর (সেলিম)ঃ
রাজধানীর পোস্তগোলা এলাকায় মির্জা এসকেন্দার ও তার সঙ্গে দুই তিন জন লোক পুলিশ পরিচয়ে সিভিল পোশাকে ঘুরাঘুরি করতেছিল।
রবিবার ( ৯ জুন ২০২৪) সন্ধ্যা ৬টার সময় কিছু লোকের সন্দেহ হলে স্থানীয় এলাকাবাসী শ্যামপুর থানার পুলিশ সদস্যদের বিষয়টি অবগত করেন। তাৎক্ষণিক ঘটনাস্থলে শ্যামপুর থানাপুলিশ এসে মির্জা এসকেন্দার নামক ব্যক্তিকে তল্লাশি করলে তার সাথে আসা সঙ্গীওরা যে যার মতো পালিয়ে যান। এক পর্যায় মির্জা এসকেন্দারের কাছে তার ছবি দেওয়া প্লাস্টিকের একটি আইডি কার্ড পাওয়া যায় সেটিতে তিনি পুলিশের একজন সিভিল সদস্য ডেজিগনেশন কুক আইডি কার্ডে পরিচয় লেখা দেখা যায় যাহার বাংলাদেশ পুলিশ সদস্য আইডি নং-৫৫৩৮৫৫৫৯২০। আইডি কার্ডটি।
শ্যামপুর থানা পুলিশ সদস্যরা তাকে থানায় নিয়ে যান। মির্জা এসকেন্দার ও অজ্ঞাতনামা দুই জনের নামে মামলা দিয়ে তাকে আজ আদালতে পাঠানো হয়।
মামলার স্বাক্ষীরা “ক্রাইম নিউজ মিডিয়া”কে বলেন ঐ মির্জা এসকেন্দার বিভিন্ন সময় তাদের ব্যবসা প্রতিষ্ঠানে এসে পুলিশ পরিচয় দিত এবং নানা ধরনের ভয়-ভীতি দেখিয়ে সুবিধা আদায় করত। আজ তাকে পুলিশ দিয়ে তল্লাশি করানো হলে ঐ ব্যক্তি জানান তিনি এ সকল পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় আর্থিক সুবিধা গ্রহণ করত।