খোলা চিঠিঃ
সৈয়দা জে এস রত্না
মায়াবতী
কেন জানি কি টানে
তোমাকে ভেবে ভেবে
দু চোখে বর্ষা নামে
নিজেও জানিনা
আমার মতো তোমার কি
আজ মন খারাপ —
এর মাঝেও দুষ্টু মুখের
মিষ্টি হাসিতে মন ভরে যায়।
তাই তো আরচোখে
বার বার দেখি তোমায়
চোখে চোখ পড়তেই
লাজুক মুখটি শুন্যতায় মিলায়
একে অপরের দিকে থমকে যাই।
কল্পনায় মহাকাশে বিচরণ করে
হারিয়ে যাই ভাললাগার আবেশে।
তোমার আমার আত্মা কখনো
দুই ছিলনা, রুপে আকারে দুই হলাম।
এটা কি বুঝতে পারো আমার মায়াবতী ।
আজ বিকেল টা অনেক সুন্দর
একটু ছাদে গিয়ে দেখো।
আরো ভালো হয় যদি সবুজ মাঠে গিয়ে দেখতে ।
না আলো না আঁধার এই অবস্থা খুব ভালো লাগে।
তোমারও কি তাই –
চাকচিক্য ময় জীবন শহর কিছু ই ভালো লাগে না, সব মেকি মনে হয় ।
মানুষ যেন বিজ্ঞানের বস্তুর দাস হয়ে গেছে। কৃত্রিমতায় ভরে গেছে জীবন মন প্রাণ সবকিছু।
ভালোবাসা এখন পুরোপুরি কমার্শিয়াল।
তোমার আমার প্রেম থাকুক আদিম হয়ে শুরু থেকে শেষ অবধি।
অনেক ভালোবাসি
প্রিতম