সিএনএমঃ
র্যাব-১১, সদর কোম্পানী, নারায়ণগঞ্জ কর্তৃক অভিযানে ২০ কেজি গাঁজা’সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। মাদকদ্রব্য পরিবহণে ব্যবহৃত ০১ টি পিকআপ জব্দ ।
নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সদর কোম্পানী, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল গত ২১ নভেম্বর ২০২৩ইং তারিখ নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার বিশনন্দী সাকিনস্থ বিশনন্দী ফেরীঘাট সংলগ্ন যাত্রীছাউনীর সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করেন। উক্ত অভিযানে ২০ কেজি গাঁজা’সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলোঃ ১। মোঃ রাজু মিয়া (৩৬), জব্দকৃত পিকআপের ড্রাইভার, পিতা-মোঃ সেলিম মিয়া @ সুলতান মিয়া, মাতা-মোছাঃ লায়লা বেগম, সাং-পাতাকাটা, থানা-বরগুনা সদর, জেলা-বরগুনা, এ/পি সাং-সিএন্ডবি বস্তি, আয়নালের বাসা, মাজার রোড, থানা-দারুস সালাম, জেলা-ঢাকা এবং ২। মোঃ শুক্কুর আলী (৩৪), জব্দকৃত পিকআপের হেলপার, পিতা-মোঃ আব্দুল জাহাঙ্গীর মিয়া, মাতা-কনা বেগম, সাং-চিনাইর, পোঃ বাসছালা, থানা-ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, এ/পি সাং-সিপাহীবাগ, বাসা নং-৩৫০/এ, ১৯, ওয়ার্ড-০১, পোঃ-খিলগাঁও, থানা-খিলগাঁও, জেলা-ঢাকা। এসময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানায় যে, তারা উভয়ই পেশাদার মাদক ব্যবসায়ী। তারা পরস্পর যোগসাজোশে দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য গাঁজা কুমিল্লা জেলা হতে আনায়ন করে ঢাকা ও নারায়ণগঞ্জ সহ দেশে বিভিন্ন এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যহত থাকবে।গ্রে
ফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।