সিএনএম:
রাজবাড়ীর গোয়ালন্দ এলাকা হতে ৮৯ বোতল ফেনসিডিলসহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০; মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ।
গতকাল ১৯ আগস্ট ২০২৩ খ্রিঃ তারিখ আনুমানিক ১৫:১০ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানাধীন দৌলতদিয়া ফেরীঘাট এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ১,৭৮,০০০/- (এক লক্ষ আটাত্তর হাজার) টাকা মূল্যের ৮৯ (ঊননব্বই) বোতল ফেনসিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ রানা মোল্লা (২২), পিতা-মোঃ নজরুল ইসলাম, সাং-কানাই হাজির কান্দি, থানা-শিবচর, জেলা-মাদারীপুর ও ২। মোঃ সোহানুর রহমান @সোহান (২৭), পিতা-মোঃ জিয়াউর রহমান ইসলাম, সাং-ছোট উদাস, থানা-শ্রীপুর, জেলা-মাগুরা বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি মোটরসাইকেল জব্দ এবং ০২টি মোবাইল ফোন ও নগদ- ১,৯৫০/- (এক হাজার নয়শত পঞ্চাশ) টাকা উদ্ধার করা হয়।