সিএনএমঃ
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ১৭৮ বোতল ফেনসিডিল, ২০ কেজি গাঁজা ও বিদেশী মদসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০; মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যান জব্দ।
রবিবার (২৫ ডিসেম্বর) র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন দনিয়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ১১,৫৪,০০০/- (এগারো লক্ষ চুয়ান্ন হাজার) টাকা মূল্যের ১৭৮ (একশত আটাত্তর) বোতল ফেনসিডিল, ২০ (বিশ) কেজি গাঁজা ও ০২ (দুই) বোতল বিদেশী মদসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ ইছহাক (৬০), পিতা- মৃত সায়েদ আলী, সাং- দারোয়া, মিয়াজীপাড়া, থানা-চান্দিনা, জেলা- কুমিল্লা বলে জানা যায়। এসময় তার নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি কাভার্ডভ্যান জব্দ এবং ০১টি মোবাইল ফোন ও নগদ- ৭৬০/- (সাতশত ষাট) টাকা উদ্ধার করা হয়।