হাসপাতালে করোনা রোগীর সংখ্যা বাড়তে থাকায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আজই হাসপাতাল থেকে বাসায় নেওয়া হতে পারে।
আজ (শুক্রবার) সন্ধ্যায়ই তাকে বাসায় নেওয়া হতে পারে।
খালেদা জিয়ার চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন বলেন, বিকেলে ম্যাডামের কিছু প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা আছে। তারপরে উনাকে বাসায় নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মূলত করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে, হাসপাতালে যেহেতু অনেক করোনা পেশেন্ট আসছেন। সেসব কারণে এই সিদ্ধান্ত।
এদিকে আজ বিকেল ৩টায় এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।