সিএনএম প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় সৎ মায়ের সঙ্গে বিরোধের জেরে বাবাকে হত্যা মামলায় সেন্টু সরকার নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে আসামিকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ আব্দুর রহমান সরদার এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত সেন্টু সরকার নাটোরের বাগাতিপাড়া উপজেলার নতুন কলাবাড়িয়া গ্রামের গোলজার সরকারের ছেলে।
রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি (পিপি) সিরাজুল ইসলাম জানান, সৎ মায়ের সঙ্গে বিরোধের জের ধরে ২০১৫ সালের ৯ জানুয়ারি বাবা গোলজার সরকারকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করেন সেন্টু। এ ঘটনায় সৎমা নুরুন্নাহার বাদী হয়ে মামলা করেন।
মামলার তদন্ত শেষে সেন্টু সরকারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা। এরপর প্রয়োজনীয় সাক্ষ্য-প্রমাণ শেষে আসামি সেন্টু সরকার দোষী প্রমাণিত হওয়ায় এ রায় দেন বিচারক।