রবিবার, ০৪ মে ২০২৫, ০৫:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫
সংবাদ শিরোনাম ::
বিয়ের দাবিতে কুয়েত প্রবাসীর বাড়িতে বিশ্ববিদ্যালয় ছাত্রীর অনশন আবরার হত্যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ: মৃত্যুদণ্ড ২০, যাবজ্জীবন পাঁচ ভাসানচর থেকে পালিয়ে আসা ৩৫ রোহিঙ্গা চট্টগ্রামে গ্রেফতার রিয়াজ-ফেরদৌস-চঞ্চলসহ ১৪ শিল্পীর বিরুদ্ধে মামলা, এজাহার থেকে যা জানা গেল পাড়ায় পাড়ায় ফ্যাসিবাদবিরোধী মঞ্চ তৈরির আহ্বান নাহিদ ইসলামের মসজিদের ইমামের মৃত্যু নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান গাজীপুর পুলিশের শ্রমিককে বাদ রেখে নতুন বাংলাদেশ নয়’ তিতাসে বহিস্কৃত বিএনপি নেতার শেল্টারে আ’লীগ নেতাদের বালু বাণিজ্য, তৃনমূলে ক্ষোভ মানুষের মাঝে প্রেম সৃষ্টির আহ্বান মির্জা ফখরুলের প্যারোলে মুক্তি চেয়ে দীপু মনির আবেদন

শেহবাজ-ইমরানের চেয়ে বেশি ধনী তাদের স্ত্রীরা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২, ৪.৪৪ পিএম
  • ২০৭ বার পড়া হয়েছে

পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং তার পূর্বসূরি ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রীরা তাদের স্বামীদের চেয়ে বেশি ধনী। পাকিস্তানের নির্বাচন কমিশনের কাছে ২০২০ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের জন্য দায়ের করা সম্পদের বিবরণে এই তথ্য উঠে এসেছে।

মূলত সেই পরিসংখ্যানেই জানা যাচ্ছে, বর্তমান পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী-রা তাদের স্বামীর থেকে অনেক বেশি ধনী। বৃহস্পতিবার (১৬ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ এশিয়ার এই দেশটির বিরোধী রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের কোনো গাড়ি নেই এবং দেশের বাইরে তার কোনো সম্পত্তি নেই। তার কোনো বিনিয়োগ নেই এবং পাকিস্তানি বৈদেশিক মুদ্রা অ্যাকাউন্টে ৩ লাখ ২৯ হাজার ১৯৬ মার্কিন ডলার ও ৫১৮ পাউন্ড স্টার্লিং ছাড়াও ব্যাংক অ্যাকাউন্টে ৬০ মিলিয়নের বেশি পাকিস্তানি রুপি রয়েছে।

অন্যদিকে ইমরান-পত্নী বুশরা বিবির মোট সম্পত্তির পরিমাণ পাকিস্তানি মুদ্রায় ১৪২.১১ মিলিয়ন। এছাড়া বুশরা বিবির নামে চারটি সম্পত্তি রয়েছে।

অপরদিকে পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের প্রথম স্ত্রী নুসরাত শেহবাজও তার স্বামীর চেয়ে ধনী। তিনি ২৩০.২৯ মিলিয়ন পাকিস্তানি রুপির সমপরিমাণ মূল্যের সম্পদের মালিক এবং নয়টি কৃষি সম্পত্তি রয়েছে।

যদিও তার স্বামী শেহবাজ শরীফের ১০৪.২১ মিলিয়ন পাকিস্তানি রুপির মূল্যের সম্পদ রয়েছে এবং পাকিস্তানি মুদ্রায় তার দেনা রয়েছে ১৪১.৭৮ মিলিয়ন। অবশ্য পাকিস্তানের জাতীয় জবাবদিহি ব্যুরোর (এনএবি) দায়ের করা মানি লন্ডারিং মামলায় নুসরাত শেহবাজকে গত বছর লাহোরের একটি আদালত অভিযুক্ত করেছিল।

অন্যদিকে শেহবাজ শরীফের দ্বিতীয় স্ত্রী তেহমিনা দুররানির সম্পদের পরিমাণ প্রায় ৫.৭৬ মিলিয়ন পাকিস্তানি রুপি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2025
Theme Developed BY ThemesBazar.Com