চলে গিয়েও যাচ্ছে না মহামারি করোনাভাইরাস। আবারও থাবা বসিয়েছে বলিউড সিনে ইন্ডাস্ট্রিতে। গত কয়েকদিনে বেশ কয়েকজন তারকা করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে আছেন বলিউড বাদশাহ শাহরুখ খান।
সম্প্রতি প্রযোজক ও নির্মাতা করন জোহরের জন্মদিনের পার্টিতে অংশ নিয়েছিলেন শাহরুখ। সেখানেই নাকি করোনা সংক্রমিত হন। এ ঘটনায় উদ্বিগ্ন কিং খানের ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।
শাহরুখের করোনাক্রান্তের খবর শুনে দুশ্চিন্তায় আছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। তিনি অভিনেতার সুস্থতার জন্য প্রার্থনা করেছেন। টুইটারে এই আলোচিত রাজনীতিবিদ লিখেছেন, ‘সদ্য জানতে পারলাম, আমাদের রাজ্যের শুভেচ্ছাদূত শাহরুখ খান কোভিড পজিটিভ। সুপারস্টারের দ্রুত আরোগ্য কামনা করছি। দ্রুত সুস্ত হও শাহরুখ। তাড়াতাড়ি কাজে ফিরে এসো।’
পশ্চিমবঙ্গ এবং মমতার সঙ্গে শাহরুখের দারুণ সম্পর্ক। মমতাকে তিনি দিদি বলে সম্বোধন করেন। সেই সঙ্গে মমতাও শাহরুখকে নিজের ভাইয়ের মতো ভালোবাসেন। অতীতে একাধিকবার কলকাতায় এসেছেন এসআরকে। পশ্চিমবঙ্গকে ভালোবেসে বাংলা ভাষায় বক্তব্যও দিয়েছিলেন।
এদিকে সম্প্রতি নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন শাহরুখ। এর নাম ‘জাওয়ান’। দক্ষিণী সিনেমার সফল নির্মাতা অ্যাটলি কুমারের পরিচালনায় নির্মিত হচ্ছে সিনেমাটি। এতে শাহরুখের সঙ্গে থাকছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা।
সিনেমাটির একঝলক প্রকাশ করা হয় গত ৩ জুন। মুহূর্তেই সেটা ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ভিউ ও লাইক পাওয়া অ্যানাউন্সমেন্ট টিজারের রেকর্ড গড়ে ‘জাওয়ান’। বলাই বাহুল্য, শাহরুখকে এমন অ্যাকশন রূপে দেখার জন্য মুখিয়ে আছেন ভক্তরা।