রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জাম পাড়াকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩১ মে) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়াম সংলগ্ন সিলসিলা হোটেলের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ২ জন আহত হয়েছে।
আহতরা হলেন ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী শাওন ও আইবিএর শিক্ষার্থী শৈকত রায়হান। তাদের মধ্যে শাওন মুক্তিযোদ্ধা মঞ্চের সভাপতি ও স্বদেশ গ্রুপের অনুসারী। আর শৈকত সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর কর্মী বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জাম পাড়াকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় শাখা মুক্তিযোদ্ধা মঞ্চের সভাপতি আব্দুল্লাহ আল মামুন স্বদেশের অনুসারী তানভীর ও হাবিবের সঙ্গে ফয়সাল আহমেদ রুনুর কর্মী শাওনের বাক-বিতণ্ডা হয়। ঘটনার এক পর্যায়ে শাওনকে মারধর করে স্বদেশের অনুসারীরা।
পরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হলে আইবিএ শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক শৈকত রাইহানসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়।
এদিকে ঘটনার পর থেকে ক্যাম্পাসে মহড়া দিতে দেখা গেছে ফয়সাল আহমেদ রুনুর অনুসারীদের।
এ বিষয়ে মুক্তিযোদ্ধা মঞ্চের সভাপতি আবদুল্লাহ আল মামুন স্বদেশ বলেন, সাধারণ সম্পাদক গ্রুপের নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতি হয়েছে। ছুরি আটকাতে গিয়ে আমাদের একজনের ঘাড় কেটে গিয়ে আহত হয়েছে। বিষয়টি মিমাংসার চেষ্টা চলছে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, জাম পাড়তে গিয়ে একটু হাতাহাতি হয়েছে। বিষয়টি আমরা মীমাংসা করার চেষ্টা করছি।
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, বিকেলে জাম পাড়াকে কেন্দ্র করে ছাত্রদের মধ্যে মারামারি হয়েছে। সেটা মিটমাট হয়ে গেছে।