ওয়াসার পানিতে করোনার ভাইরাস নেই বলে দাবি করেছেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান। তার এ দাবির পরিপ্রেক্ষিতে স্থানীর সরকার মন্ত্রী তাজুল ইসলাম ওয়াসার এমডিকে বলেন, ওয়াসার পানিতে করোনা ভাইরাস নেই ঠিক আছে, তবে পানিতে যেন অন্য কোনো ভাইরাস না থাকে সেই দিকে খেয়াল রাখবেন।
সোমবার (৩০ মে) রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনের ‘ডিসেমিনেশন সেমিনার অব জয়েন্ট রিসার্চ প্রজেক্ট অন কোভিড-১৯ বাই ঢাকা ওয়াসা অ্যান্ড আইসিডিডিআরবি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি ওয়াসার এমডিকে এ নির্দেশনা দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ওয়াসার এমডি বলেন, গবেষণায় প্রতীয়মান হয়েছে শুধু ওয়াসার পানিতে না, ঢাকার কোনো পানিতেই করোনার ভাইরাস নেই। আমরা নিশ্চিত ঢাকা ওয়াসার পানিতে কোভিড-১৯ এর কোনো ভাইরাস নেই। তার কোনো সম্ভাবনাও নেই। আমাদের এই রিচার্স করা হয়েছে আইসিডিডিআরবির সঙ্গে। তারা এই কথা বলেছে।
তার বক্ত্যেবের পরে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেন, ওয়াসার পানি নিয়ে ভোক্তারা নানা কথা বলেন। ওয়াসার এমডি বলেছেন, তাদের পানিতে করোনার ভাইরাস নেই, ঠিক আছে তবে পানিতে ডায়রিয়া ও কলেরাসহ অন্য কোনো ভাইরাস যেন না থাকে এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন। একই সঙ্গে ওয়াসার পানির পাইপ কেটে অন্য লাইন করে পানি যাতে কেউ না নিতে পারে সেটিও খেয়াল রাখবেন। প্রয়োজনে পরিদর্শন বাড়াবেন। কোনো ভাবে ওয়াসার পানির ভেতর সুয়ারেজের ভাইরাস যাতে না ঢুকে তা দেখবেন।
এর আগে অনুষ্ঠানে ঢাকা ওয়াসার পানিতে করোনা ভাইরাস আছে কি না এ বিষয়ে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়। গবেষণাটি করা হয় ২০২০ সালের ১ আগস্ট থেকে ৩১ জানুয়ারি ২০২১ সাল পর্যন্ত। আর প্রকাশ করা হয় আজকে এই সেমিনারে।
প্রতিবেদনে বলা হয়, ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিস্কাশন কর্তৃপক্ষের পানিতে কোভিড-১৯ এর কোনো ভাইরাস পাওয়া যায়নি। ঢাকা শহরের পুকুর ও নদীর পানিতে কোভিড-১৯ ভাইরাস পাওয়া যায়নি। সুতরাং ঢাকা শহরের ভূপৃষ্ঠের জলাশয় এবং ঢাকা ওয়াশার পিএসটিপির পরিশোধিত পয়ঃনিস্কাশনের পানিতে করোনা সংক্রমণের জন্য হুমকি নয়। গবেষণাটি পরিচালনা করেন আইসিডিডিআরবির এমিরেটাস সাইনটিস্ট ড. সিরাজুল ইসলাম। আইসিডিডিআরবি ও ঢাকা ওয়াসা গবেষণাটির আয়োজন করে।