সিএনএম প্রতিবেদকঃ
অশ্লীল ভিডিও তৈরির অভিযোগে ৫ জনকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
মঙ্গলবার (১৬ মার্চ) সকালে ঢাকা ও গাজীপুরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মঙ্গলবার বিকেলে মালিবাগের সিআইডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক কামরুল হাসান বলেন, ‘আজ সকালে ঢাকা ও গাজীপুরের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযোনের সময় কমেট মিডিয়া পরিচালক, কনটেন্ট ও ক্রিয়েটরের প্রযোজক মো. মনির হোসেন রাজু, কেএইচএম টিভির কাজী মনির হোসেন এবং ক্যামেরাম্যান রফিকুল ইসলাম, ইউটিউব চ্যানেল এসকে আগুন-এর পরিচালক ও অভিনেতা এসকে আগুন এবং অভিনেতা আসিফ আরাফাতকে আটক করা হয়েছে।’
কামরুল হাসান আরও বলেন, ‘আটক আসামিরা পত্রিকা বা অন্য কোনো মাধ্যমে অভিনেতা-অভিনেত্রীর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বিজ্ঞপন দেন। কেউ আগ্রহ দেখালে নানা কৌশলে তাদের দিয়ে অশ্লীল ভিডিও তৈরি করা হয়। পরবর্তী সময়ে এসব ভিডিও চটকদার শিরোনামে ইউটিউবসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে ছেড়ে দেন তারা। এসব ভিডিও চ্যানেল ও ডিজিটাল প্ল্যাটফর্মে সাবস্ক্রাইব ও ভিউ-এর মাধ্যমে তারা বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেন। অভিযানে তাদের কাছ থেকে অশ্লীল ভিডিও, ভিডিও তৈরির ক্যামেরা, হার্ডডিস্ক উদ্ধার করা হয়।’
সিআইডির এই কর্মকর্তা বলেন, ‘সাধারণত এই ধরনের ভিডিও টাঙ্গাইল, রাজবাড়ি, সিরাজগঞ্জের বিভিন্ন স্পটে বেশি হয়ে থাকে। তারা বিভিন্ন অশ্লীল ভিডিও কনটেন্টড ইউটিউবে আপ লোড করেন। এর কারণে নৈতিক অবক্ষয়, নারী নির্যাতনসহ পারিবারিক বিচ্ছেদের ঘটনা বাড়ছে। যা সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে। এই ধরনের কাজ করছে ১৫ থেকে ১৬টি চক্র।’ যাদের আটকে অভিযান চলছে বলেও তিনি জানান।