শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুরের নকলায় পুত্রবধুকে ধর্ষণের অভিযোগে শ্বশুর হাসমত আলী ওরফে হাসু (৫০) কে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৫ মার্চ) দুপুরে তাকে পুত্রবধুর দায়ের করা মামলায় গ্রেফতার করেছে পুলিশ। হাসু উপজেলার পাঠাকাটা কুঁড়েরপাড় এলাকার মৃত. আ: জুব্বারের পুত্র।
জানা যায়, হাসমত আলী ওরফে হাসু’র ছেলে মিজান ঢাকায় কাঁচামালের ব্যবসা করে। সে কয়েক মাস পরপর বাড়িতে আসে। ৬ মার্চ দুপুরে হাসু তার পুত্রবধুকে ঘরের ভিতরে ডেকে নিয়ে দরজা বন্ধ করে জোরপূর্বক ধর্ষণ করেছে বলে গতকাল (১৪ মার্চ) রাতে পুত্রবধু নকলা থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে আজ তার শ্বশুর হাসুকে প্রেফতার করেছে পুলিশ।
নকলা থানার ওসি মোঃ মুশফিকুর রহমান জানান, পুত্রবধুকে তার শ্বশুর ধর্ষণ করেছে বলে এমন একটি লিখিত অভিযোগের ভিত্তিতে আমরা তার শ্বশুর হাসুকে গ্রেফতার করি। ভিকটিম পুত্রবধুকে ডাক্তারী পরীক্ষার জন্য সদর হাসপাতালে ও গ্রেফতারকৃত শ্বশুর হাসুকে আদালতে প্রেরণ করা হয়েছে।