অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের শারীরিক অবস্থা আগের চাইতে ভালো বলে জানিয়েছেন তার সহধর্মিণী রোকসানা খন্দকার। তিনি জানান, সম্ভব হলে চিকিৎসকরা আজ রাতে মঈন খানকে বাসায় যাওয়ার অনুমতি দেবেন।
সোমবার (১৬ মে) সকালে রোকসানা খন্দকারের বরাত দিয়ে বিএনপির চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এসব কথা জানান।
রোকসানা খন্দকার জানান, মঈন খানের চিকিৎসকরা জানিয়েছেন- তার যেসব শারীরিক পরীক্ষা করা হয়েছে, তাতে কোনো সমস্যা চিহ্নিত হয়নি। চিকিৎসক বলেছেন, প্রচণ্ড খরতাপের মধ্যে কর্মসূচিতে অংশ নিয়ে দুর্বল হয়ে পড়েছিলেন, তিনি দ্রুত সুস্থ হয়ে যাবেন।
প্রসঙ্গত, গতকাল (১৫ মে) রূপগঞ্জের জিন্দাপার্কে ছাত্রদল-যুবদলের কর্মীসভায় অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়েন ড. আব্দুল মঈন খান। পরে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।