চট্টগ্রাম নগরের চকবাজারে মেঘনা টাওয়ার নামে একটি বহুতল ভবনের লিফটে আটকে পড়া ১১ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ঈদের ছুটিতে তারা আত্মীয়ের ফ্ল্যাটে বেড়াতে যাচ্ছিলেন। এসময় ভবনের নিচতলায় লিফটে আটকা পড়েন তারা।
মঙ্গলবার (৩ মে) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের চন্দনপুরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শহীদুল ইসলাম।
তিনি বলেন, চকবাজারে মেঘনা টাওয়ারের লিফটে আটকে পড়াদের মধ্যে একজন জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানান। সেখান থেকে ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হয় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা ৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছান। ঘটনাস্থলে পৌঁছে ২ থেকে ৩ মিনিটের মধ্যে আমরা আটকে পড়াদের উদ্ধার করেছি৷
ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, ভবনটির ১০ম তলায় তাদের আত্মীয়ের বাসায় বেড়ানোর জন্য যাচ্ছিলেন তারা। লিফটটি ২ থেকে তিন ফুট উপরে যাওয়ার পর আবার নিচে নেমে যায়। এরপর তারা লিফটে আটকা পড়েন। তারা সব মিলিয়ে প্রায় ১০ থেকে ১৫ মিনিট আটকে ছিলেন।
তবে কী কারণে লিফটে এ ঘটনা ঘটেছে তা জানাতে পারেননি এ কর্মকর্তা।
তিনি বলেন, লিফট থেকে উদ্ধার হওয়া সবাই বর্তমানে সুস্থ আছেন। লিফটে আটকা পড়া ১১ জনের মধ্যে ৮ থেকে ১৫ বছর বয়সী শিশু–কিশোর ছিল ৭ জন। বাকি ৪ জনের বয়স ২২ থেকে ৫৭ বছরের মধ্যে। তবে লিফটে আটকে পড়ার পরে তারা আতঙ্কগ্রস্ত হয়ে গিয়েছিলেন।