সময়টা ভাল যাচ্ছিল না তাদের। টানা তিন ম্যাচে হারের ধাক্কায় চুপসে ছিলেন ভক্তরা। সব প্রতিযোগিতা মিলিয়ে ঘরের মাঠে টানা হ্যাটট্রিক হারে স্বস্তি তো উবে যায়ই। অবশেষে হাসিমুখ বার্সেলোনার ফুটবলারদের। রোববার রাতে ন্যু ক্যাম্পে মায়োর্কাকে হারিয়েছে কাতালান ক্লাবটি।
স্প্যানিশ লা লিগার ম্যাচে ২-১ গোলে জিতেছে বার্সেলোনা। এই জয়ে পয়েন্ট তালিকার দুই নম্বরে উঠে এসেছে দলটি। ৩৪ ম্যাচে ৩২ পয়েন্ট মায়োর্কার। লিগে ১৬ নম্বরে রয়েছে দলটি।
উত্তেজনা ছড়ানো ম্যাচে ২৫তম মিনিটে মেমফিস ডিপাই এগিয়ে দেন বার্সাকে। এরপর ৫৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সার্জিও বুসকেতস। বার্সার হয়ে এই ডিফেন্সিভ মিডফিল্ডারের ১৮তম গোল এটি। যদিও শেষদিকে এসে ব্যবধান কমান মায়োর্কার অ্যান্তোনিও হোসে রাইয়ালো অ্যারেনাস।
এই জয়ের আগেই অবশ্য নিশ্চিত হয়ে গেছে স্প্যানিশ লা লিগার এবারের ভাগ্য। এস্পানিওলকে হারিয়ে চার ম্যাচ হাতে রেখেই লিগ শিরোপা বুঝে নিয়েছে রিয়াল মাদ্রিদ। তাই বলে স্পেনের শীর্ষ এই লিগের উত্তেজনা শেষ হয়ে যায়নি। সেরা চারে থেকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সরাসরি সুযোগ করে নেওয়ার একটা যুদ্ধ তো আছেই।
চ্যাম্পিয়ন্স লিগে ফেরার সেই যাত্রায় আরেকটু এগিয়ে গেল বার্সা। ৩৪ ম্যাচ খেলে তাদের ১৯ জয় ও ৯ ড্র। অর্জন ৬৬ পয়েন্ট। তবে সমান ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে এরপরই আছে সেভিয়া। চার নম্বরে থাকা আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৬১। ৫৭ পয়েন্ট নিয়ে এরপরই রিয়াল বেতিস। উত্তেজনা তো একটুও ফুরিয়ে যায়নি।