ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত ও উপ-রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। রোববার (২৪ এপ্রিল) গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক হয়। বৈঠকে রোহিঙ্গা ইস্যু এবং আগামী সংসদ নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান কি তা নিয়ে আলোচনা হয়েছে।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, বেলা ১১টার দিকে বৈঠক শুরু হয়। শেষ হয় দুপুর সাড়ে ১২টার পর। বৈঠকে বৈঠকে তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান এবং উপ-রাষ্ট্রদূত কেমাল বুরাকের অংশ নেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বৈঠকে অংশ নেন।
বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ও বিএনপির সঙ্গে তুরস্কের সম্পর্ক ভালো।
বৈঠকে কি বিষয়ে আলোচনা হয়েছে— জানতে চাইলে তিনি বলেন, রোহিঙ্গাদের ব্যাপারে আলোচনা হয়েছে। যখন বাংলাদেশে রোহিঙ্গা আসে তখন তাদের ফাস্ট লেডি বাংলাদেশে এসে রোহিঙ্গা ইস্যু বড় করে তুলে ধরেছিল। সেগুলো আলোচনা হয়েছে। মূলত দুই দেশের মধ্যে সম্পর্ক কীভাবে এগিয়ে নেওয়া যায়, বাংলাদেশের সার্বিক অবস্থা, এসব বিষয় আলোচনায় উঠে এসেছে। বাংলাদেশের নির্বাচন, মানবাধিকার, আইনের শাসন ইত্যাদি বিষয় নিয়েও আলোচনা হয়েছে।
নির্বাচন নিয়ে কি আলোচনা হয়েছে— জানতে চাইলে আমীর খসরু বলেন, বর্তমান প্রেক্ষাপটে বিএনপি নির্বাচনে যাবে কি না তারা জানতে চেয়েছে।
তার প্রতিউত্তরে আপনারা কি বলেছেন— জানতে চাইলে তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে বিএনপির পক্ষ থেকে সব সময় যা বলা হয়, তাই বলা হয়েছে।