বুধবার, ০৭ মে ২০২৫, ০২:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫
সংবাদ শিরোনাম ::

যাত্রীবাহী বাস থেকে অস্ত্রের ভয় দেখিয়ে ছাগল ছিনতাই, আটক তিন

  • আপডেট সময় বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১, ১২.৩৫ পিএম
  • ৪১৬ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ জেলার বন্দরে যাত্রীবাহী বাস থেকে অস্ত্রের ভয় দেখিয়ে ছাগল ছিনতাইয়ের সময় সময় তিন ডাকাতকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৭ জানুয়ারি) ভোরে উপজেলার লাঙ্গলবন্দ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ওই ঘটনা ঘটে।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘ভোর সাড়ে ৬টায় কাঁচপুর বাসস্ট্যান্ডে চট্টগ্রাম যাওয়ার কথা বলে একজন নারী ও ৪জন পুরুষ রংপুর থেকে ছেড়ে আসা টিএম পরিবহনের বাসে উঠে। বাসটি লাঙ্গলবন্দ এলাকায় পৌঁছালে সুপারভাইজার ও ড্রাইভারকে পিস্তলের ভয় দেখিয়ে ওই পাঁচ জন বাসের বক্সে থাকা ২৭টি ছাগল জোর করে নামাতে শুরু করে।
কাঁচপুর হাইওয়ে থানার এএসআই রুবেল শেখের নেতৃত্বে টহল টিম উপস্থিত হতে দেখলে ডাকাতরা ১০টি ছাগল নিয়ে পালিয়ে যায়। ডাকাতদের কাছ থেকে পুলিশের সদস্যরা ৭টি ছাগল উদ্ধার করে। পরে বন্দর থানার টহল পুলিশের সহযোগিতায় ৩ ডাকাতকে আটক করা হয় এবং আরো দুটি ছাগল উদ্ধার করা হয়।
এ ঘটনায় বন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ডাকাতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের দেয়া তথ্য অনুযায়ী পলাতক আরো দুই সহযোগিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2025
Theme Developed BY ThemesBazar.Com