বাংলাদেশ পুলিশের সার্জেন্ট ও এসআই পদের ১২৩ জন কর্মকর্তা ইন্সপেক্টর পদে পদোন্নতি পেয়েছেন। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে ইন্সপেক্টর-নিরস্ত্র হয়েছেন ৬৭ জন, ইন্সপেক্টর-সশস্ত্র হন ৩৯ জন ও ইন্সপেক্টর-শহর ও যানবাহন হয়েছেন ১৭ জন।
সোমবার বাংলাদেশ পুলিশের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. কামরুজ্জামান পদোন্নতির বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাংলাদেশ (আইজিপি) ড. বেনজীর আহমেদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত জনগণের পুলিশ গড়ে তোলার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ পুলিশকে দক্ষ ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে বিদ্যমান পদোন্নতি পদ্ধতি সহজীকরণ করা হয়েছে। আইজিপির উদ্যোগে ২০২০ সাল থেকে বাংলাদেশ পুলিশের অধস্তন সদস্যদের কেন্দ্রীয়ভাবে পদোন্নতি পরীক্ষার মাধ্যমে সবচেয়ে মেধাবী, যোগ্য ও দক্ষ কর্মকর্তাদের পদোন্নতির প্রক্রিয়া শুরু হয়, যা সর্বমহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।