শুক্রবার, ২০ জুন ২০২৫, ০৮:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫
সংবাদ শিরোনাম ::
গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ গড়ার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে: ফখরুল ইয়াবাসহ ২জন মাদকসেবীকে আটক সকল ষড়যন্ত্র রুখে দিতে নির্বাচিত সরকারের বিকল্প নেই : আব্দুস সালাম পুলিশকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়া আসামি গ্রেপ্তার থানা থেকে লুট করা পিস্তলসহ তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেফতার আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে ছাত্রদলের সড়ক ইশরাকের শপথ নেয়ার আইনি কোনো সুযোগ ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ভিটিকান্দি ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক শহিদুল্লাহ গ্রেপ্তার দেড় মাসে ও ধর্ষিতার মামলা নেয় নি যাত্রাবাড়ি থানা পুলিশ ন্যায় বিচার পেতে বিভিন্ন দপ্তরে শিশু সন্তান নিয়ে ঘুরে বেড়াচ্ছে

যারা লড়াই করছে, সরকার তাদের সরিয়ে দিচ্ছে : মির্জা ফখরুল

  • আপডেট সময় বুধবার, ৬ এপ্রিল, ২০২২, ১০.৫৩ পিএম
  • ১৮৩ বার পড়া হয়েছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রের জন্য যারা লড়াই করছেন, সরকার তাদের মাঠ থেকে সরিয়ে দিচ্ছে। তারা যাতে আন্দোলন করতে না পারেন, সেজন্য মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হচ্ছে। আজ আমাদের ইশরাক হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। 

তিনি বলেন, সরকারের উদ্দেশ্য, আবারও সেই ২০১৪ সালের মতো নির্বাচন করা। যে নির্বাচনে বিরোধীদল তো থাকবেই না। বিরোধীদল যেন নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে, সেই ব্যবস্থা এখন থেকেই তারা শুরু করেছে।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর প্রথমে সংবাদপত্রের স্বাধীনতা হরণ করে এবং একইসঙ্গে মানুষের মৌলিক অধিকার হরণ করে। আজ বাংলাদেশে চরম ক্রান্তিকাল চলছে। দেশে মানুষের বেঁচে থাকার অধিকার নেই। সবসময় সরকার ড্রাম পেটায়। বলার চেষ্টা করে, আজ বাংলাদেশের উন্নতি হচ্ছে, বড় বড় প্রজেক্ট দিয়ে তারা বোঝানোর চেষ্টা করে অনেক উন্নতি হচ্ছে। আমরা দেখছি একদিকে যখন এ কথা বলা হচ্ছে, অন্যদিকে মানুষ না খেয়ে মরছে। আমরা দেখছি দরিদ্ররা আরও দরিদ্র হচ্ছে।

তিনি বলেন, আজ বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির এত অবনতি হয়েছে যে, এখানে মানুষের নিরাপত্তা বলতে কিছু নেই। অন্য কথা বাদ দিন। এই যে ঢাকা শহরের রাস্তা এটা নিয়ে কথা অনেক। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তার মন্ত্রণালয় সবচেয়ে ব্যর্থ হয়েছে ঢাকাসহ সারা দেশে সড়কের নিরাপত্তা দিতে।

বিএনপি মহাসচিব বলেন, পররাষ্ট্রমন্ত্রী আমেরিকায় গিয়ে ধরনা দিয়েছেন, গণতন্ত্রের স্বার্থে বিএনপিকে নির্বাচনে নিয়ে আসতে হবে। সবসময় ওবায়দুল কাদের যে বক্তব্য রাখেন, বিএনপি নাকি বিদেশিদের কাছে ধরনা দেয়। আজ প্রকাশ্যে, আমেরিকায় বসে প্রমাণ করেছেন, বিদেশিদের কাছে যারা ধরনা দেয়, তারা হচ্ছে আওয়ামী লীগ। আমেরিকার কাছে তো ধরনা দেওয়ার দরকার নেই, খালেদা জিয়াকে মুক্ত করুন, তার মিথ্যা মামলা প্রত্যাহার করুন। একটা নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন।

জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাগপার সাধারণ সম্পাদক এস এম শাহাদাত প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2025
Theme Developed BY ThemesBazar.Com