ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পরিদর্শক (ইন্সপেক্টর) পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
বুধবার (৬ এপ্রিল ) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের সই করা এক অফিস আদেশে তাদের বদলি করা হয়।
মো. তারিকুল আলম জুয়েলকে গোয়েন্দা-রমনা বিভাগে, মো. নজরুল ইসলামকে তেজগাঁও বিভাগের আদাবর থানায় অপারেশনস, মো. মাসুদ রানাকে গোয়েন্দা তেজগাঁও বিভাগে, মো. ফারুক মোল্লাকে ডেমরা থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) ও মো. ইসমাইল হোসেন খানকে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনে বদলি করা হয়েছে।
আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।