শনিবার, ২১ জুন ২০২৫, ০৭:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

জনগণের জন্য সরকারের দরদ নেই : ডা. শাহাদাত

  • আপডেট সময় সোমবার, ৪ এপ্রিল, ২০২২, ৯.৫২ পিএম
  • ১৬৫ বার পড়া হয়েছে

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, দ্রব্যমূল্য বৃদ্ধিতে মানুষের নাভিশ্বাস উঠে গেছে। বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানো হলে জিনিসপত্রের দাম আবারও বেড়ে যাবে। 

তিনি বলেন, এ ধরনের মূল্যবৃদ্ধি গণবিরোধী উদ্যোগ। জনবিরোধী সরকারের জনগণের জন্য কোনো মায়া-দরদ নেই। এ কারণেই তারা এ কাজগুলো করতে পারে। তাদের তো জবাবদিহি করতে হয় না।

তিনি বলেন, বর্তমানে বাজারে চাল, ডাল, তেল, পিঁয়াজ, মরিচ, গুঁড়ো দুধ, শাকসবজিসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামে ক্রেতারা অসহায়। সবজিসহ প্রতিটি জিনিস এ ভরা মৌসুমে বহুগুণ বেড়েছে। জ্যামিতিক হারে দাম বৃদ্ধি সরকারের গণবিরোধী নীতির বহিঃপ্রকাশ।

তিনি আরও বলেন, হরিলুট, টাকা পাচারসহ সীমাহীন দুর্নীতির মাধ্যমে জাতীয় অর্থনীতির ভয়াবহ ক্ষতি করে দফায় দফায় বিদ্যুৎ, জ্বালানি তেল, গ্যাস ও পানির দাম বৃদ্ধি করেছে আওয়ামী সরকার। এই বৃদ্ধির চেইন রিঅ্যাকশন হিসেবেই নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম হু হু করে বাড়ছে।

বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্ক। এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ, মোহাম্মদ কামরুল ইসলাম, পাঁচলাইশ থানা বিএনপির সভাপতি মামুনুল ইসলাম হুমায়ুন, মহানগর বিএনপির সাবেকসহ দপ্তর সম্পাদক মো. ইদ্রিস আলী প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2025
Theme Developed BY ThemesBazar.Com