শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০১:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

ঢাকা-ওয়া‌শিংটন সম্পর্ক আরও বেশি গভীর হচ্ছে

  • আপডেট সময় সোমবার, ৪ এপ্রিল, ২০২২, ৩.১৭ পিএম
  • ১৯২ বার পড়া হয়েছে

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে ব্লিঙ্কেন ব‌লে‌ছেন, বাংলাদেশি ও আমেরিকানদের মধ্যে সম্পর্ক প্রতিটি প্রজন্মের মধ্যে দিয়ে আরও বেশি গভীর হচ্ছে।

সোমবার ( ৪ এপ্রিল) বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূ‌র্তি উপল‌ক্ষে এক ভি‌ডিও বার্তায় তি‌নি এ কথা ব‌লেন।

মা‌র্কিন পররাষ্ট্রমন্ত্রী ব‌লেন, ‘আগামী দশকগুলোতে আমাদের জনগণ একসঙ্গে আরও কী করতে পারে, সেটা দেখার প্রতীক্ষায় রইলাম।’

১৯৭২ সালের ফেব্রুয়ারিতে সিনেটর টেড কেনেডির বাংলাদেশ সফরের কথা স্মরণ ক‌রেন মা‌র্কিন পররাষ্ট্রমন্ত্রী। তি‌নি ব‌লেন, ‘সিনেটর টেড কেনেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং আমাদের দুদেশের জনগণের বন্ধন, স্বাধীনতার প্রতি আমাদের অনুরূপ সংগ্রাম এবং স্বাধীনতার প্রতি আমাদের ভালোবাসা ও স্বাধীনতার পথ অনুসরণ করে আমাদের যাত্রার কথা তুলে ধরেন।

‘এর কিছুদিন পরেই ৪ এপ্রিল প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে চিঠি পাঠান এবং আশা করেন দুদেশের কূটনৈতিক সম্পর্কের ফলে আগামী বছরগুলোতে আমাদের জনগণের বন্ধন ও সৌহার্দ্য বৃদ্ধি পাবে।’ যোগ ক‌রেন ব্লিঙ্কেন।

গত বছর যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্য বেশি ক্রয় করেছে জা‌নি‌য়ে তি‌নি ব‌লেন, ‘২০২১ সালে যেকোনো দেশের তুলনায় যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্য বেশি ক্রয় করেছে। যার মূল্যমান প্রায় ৮.৩ বিলিয়ন ডলার। আমাদের শক্তিশালী অংশীদারিত্বকে আরও গভীর করতে আমরা বাংলাদেশকে শ্রমিকদের অধিকার বিষয়ে অগ্রগতি সাধনে উৎসাহিত করি।’

‌ভি‌ডিও বার্তায় মা‌র্কিন পররাষ্ট্রমন্ত্রী জলবায়ু প‌রিবর্তন ও রো‌হিঙ্গা সংক‌ট মোকা‌বিলায় দেশ‌টির সহ‌যো‌গিতার কথা উল্লেখ ক‌রেন। তি‌নি ব‌লেন, ‘আমরা একসঙ্গে জলবায়ু সংকট মোকাবিলা করছি। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা এবং আরও মারাত্মক ঝড়ের কারণে ইতোমধ্যেই ক্ষতিগ্রস্ত জনপদের সহিষ্ণুতা জোরদার করছি। এছাড়া রোহিঙ্গা সংকট শুরুর পর এর সমাধানে আমরা কাজ করে আসছি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2025
Theme Developed BY ThemesBazar.Com