রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির পাশে আকরাম টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (৪ এপ্রিল) সকাল ৬টা ৪০ মিনিটের দিকে ১৫ তলা ভবনটির ১২ তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পাঁচ মিনিট পরই ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। পরে সোয়া ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার জানান, বিজয় নগরের আকরাম টাওয়ারের আগুন ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে।
আগুন নির্বাপণের পর ১২ তলায় ড্যাম্পিংয়ের কাজ চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।