সিএনএম প্রতিনিধিঃ
তথ্যমন্ত্রী ড. হাছান মাহামুদ বলেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারে মুশতাক আহম্মেদের মৃত্যুর ঘটনায় কারা কর্তৃপক্ষের গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখা দরকার ।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারী) বিকেলে চট্টগ্রামের নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে আইনের অপব্যবহার যাতে না হয় সেজন্য ডিজিটাল নিরাপত্তা আইনটি করা হয়েছে।
তথ্যমন্ত্রী ড. হাছান মাহামুদ বলেন, বিডিআর হত্যাকান্ডের আগে বেগম জিয়া সকালে ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে তারেক রহমানের সাথে অনেকবার ফোনে কথা বলেছেন। এর রহস্য বের করা প্রয়োজন, তখনই বুঝা যাবে কারা এ হত্যাকান্ডের পেছনে কলকাঠি নেড়েছে।