শুক্রবার, ১৩ জুন ২০২৫, ০৪:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫
সংবাদ শিরোনাম ::

কার সঙ্গে বিএনপির জাতীয় ঐক্য হবে, প্রশ্ন শাজাহান খানের

  • আপডেট সময় রবিবার, ২৭ মার্চ, ২০২২, ৩.৪২ পিএম
  • ১৬০ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান বলেছেন, ‘বিএনপি বলছে তারা জাতীয় ঐক্য চায়। আমার মনে প্রশ্ন জাগে, কার সঙ্গে জাতীয় ঐক্য হবে? জাতীয় ঐক্যের ভিত্তিটা কী হবে? রাজাকার-আলবদর; মুক্তিযোদ্ধাদের যারা হত্যা করেছে, মা-বোনদের ধর্ষণ করেছে, বাড়ি-ঘর জ্বালিয়ে-পুড়িয়ে ছারখার করেছে, তাদের সঙ্গে জাতীয় ঐক্য? তাদের সঙ্গে জাতীয় ঐক্য হবে কোত্থেকে? সুতরাং আপনারা (বিএনপি) রাজাকার-আলবদরদের নিয়ে থাকেন।’

রোববার (২৭ মার্চ) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের অন্যতম শরীক জাতীয় পার্টি (মঞ্জু) আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

শাজাহান খান বলেন, ‘২০০৬ সালের ৬ জুন পল্টন ময়দানে জামায়াতের রোকন সম্মেলনে বিএনপি নেতারা ও তারেক রহমান বক্তব্য দিয়ে বলেছিলেন যে, জামায়াতে ইসলাম ও বিএনপি এক পরিবার। ওই পরিবারের সঙ্গে কী করে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ঐক্য হয়? আর এ কারণেই অঙ্কের ভুল। ওনারা সূত্র জানেন না বলেই অঙ্ক মেলাতে পারছেন না।’

তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনাকে রক্ষা করতে হলে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সবাইকে ঐক্যবদ্ধ করতে হবে, যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছেন। বঙ্গবন্ধু সবাইকে নিয়ে সংগ্রাম করেছেন, রাজনীতি করেছেন। ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণেও বলেছেন, আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোল। উনি শুধু আওয়ামী লীগকে বলেননি যে তোমরা সংগ্রাম পরিষদ গঠন কর। সুতরাং সবাইকে নিয়েই রাজনীতি করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরেই যে কাজটিতে হাত দিয়েছেন; ধীরে ধীরে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ করলেন।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির (মঞ্জু) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2025
Theme Developed BY ThemesBazar.Com