1. hrhfbd01977993@gmail.com : admi2017 :
  2. editorr@crimenewsmedia24.com : CrimeNews Media24 : CrimeNews Media24
  3. editor@crimenewsmedia24.com : CrimeNews Media24 : CrimeNews Media24
শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০১:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

দুই বছর পর খুলল ভারতের আকাশ, সেবা দেবে ৬৬টি এয়ারলাইন্স

  • আপডেট সময় রবিবার, ২৭ মার্চ, ২০২২, ১১.৫৯ এএম
  • ১১৭ বার পড়া হয়েছে

করোনা মহামারি শুরুর প্রায় দুই বছর পর খুলল ভারতের আকাশ। রোববার (২৭ মার্চ) থেকে নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু করতে পুরোপুরি প্রস্তুত প্রতিবেশী এই দেশটি। ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ) এক আদেশে এই তথ্য জানিয়েছে।

ভারতীয় বার্তাসংস্থা এএনআই জানিয়েছে, ডিজিসিএ’র আদেশে বলা হয়েছে, নির্ধারিত বিদেশী এয়ারলাইন্সগুলো তাদের আন্তর্জাতিক সময়সূচীর অনুমোদনের জন্য আবেদন করেছে। সেই হিসেবে গ্রীষ্মকালীন সময়সূচী ২৭ মার্চ, ২০২২ থেকে চলতি বছরের ২৯ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, রোববার থেকে মোট ৬৬টি এয়ারলাইন্স ভারতের আকাশপথে পরিষেবা দেবে। এর মধ্যে ৬টি ভারতীয় এয়ারলাইন্স এবং ৬০টি বিদেশি এয়ারলাইন্স রয়েছে। অবশ্য ৪০টি দেশ থেকে এই ৬০টি এয়ারলাইন্সকে যাত্রী পরিবহনে অনুমতি দেওয়া হলেও এর মধ্যে চীনের কোনো বিমান সংস্থা নেই।

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, ৪০টি দেশের এই ৬০টি-সহ মোট ৬৬টি এয়ারলাইন্স গ্রীষ্মকালীন সময়সূচীর অধীনে ভারত থেকে বাইরের দেশগুলোতে এবং বাইরের দেশগুলো থেকে ভারতে প্রতি সপ্তাহে ৩ হাজার ২৪৯টি ফ্লাইট পরিচালনা করবে। এই ৪০টি দেশের মধ্যে মরিশাস, মালয়েশিয়া, থাইল্যান্ড, তুরস্ক, যুক্তরাষ্ট্র ও ইরাকসহ অন্যান্য দেশ রয়েছে।

এছাড়া ইন্ডিয়া সালাম এয়ার, এয়ার আরাবিয়া আবুধাবি, কান্তাস এবং আমেরিকান এয়ারলাইনসহ বেশ কয়েকটি নতুন এয়ারলাইন্স রোববার থেকে ভারতের সাথে আকাশপথে অপারেশন শুরু করবে।

এদিকে রোববার থেকে পুনরায় চালু হওয়া বিমান চলাচলের ক্ষেত্রে ফের কিছু বিধিনিষেধে পরিবর্তন আনা হয়েছে। এবার থেকে ফ্লাইটে পর পর তিনটি আসনে বসার ক্ষেত্রে আর কোনো বাধা থাকছে না। অর্থাৎ ২৭ মার্চ থেকে আন্তর্জাতিক বিমান চলাচলের ক্ষেত্রে অধিকাংশ কোভিড বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে বলেই জানিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার।

এর পাশাপাশি বিমানবন্দরেও বেশ কিছু নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। এবার থেকে যাত্রীদের ক্ষেত্রে পাশাপাশি আসনে বসার আর কোনো বাধা থাকছে না। করোনার কারণে একটি করে আসন ফাঁকা রেখে বসার নিয়ম জারি ছিল। যা এবার থেকে তুলে নেওয়া হল।

এছাড়াও পাইলট ও বিমানসেবিকাদের যে পিপিই কিট পরার নিয়ম চালু ছিল, সেটিও তুলে নেওয়া হয়েছে। তবে ফ্লাইটের ভেতরে যাত্রীদের মাস্ক পরার অভ্যাস জারি রাখতে হবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, বিশ্বজুড়ে করোনা মহামারি শুরু হওয়ার পর ২০২০ সালের মার্চে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা দেয় ভারতের সরকার। অবশ্য তার কিছুদিন পর এয়ার বাবল চুক্তির অধীনে শর্তসাপেক্ষে কয়েকটি দেশের সঙ্গে ফ্লাইট যোগাযোগ চালু করে দেশটি। আর দুই বছরেরও বেশি সময় পরে এবার নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইটগুলো পুনরায় চালু হচ্ছে ভারতে।

করোনা মহামারি শুরুর প্রায় দুই বছর পর খুলল ভারতের আকাশ। রোববার (২৭ মার্চ) থেকে নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু করতে পুরোপুরি প্রস্তুত প্রতিবেশী এই দেশটি। ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ) এক আদেশে এই তথ্য জানিয়েছে।

ভারতীয় বার্তাসংস্থা এএনআই জানিয়েছে, ডিজিসিএ’র আদেশে বলা হয়েছে, নির্ধারিত বিদেশী এয়ারলাইন্সগুলো তাদের আন্তর্জাতিক সময়সূচীর অনুমোদনের জন্য আবেদন করেছে। সেই হিসেবে গ্রীষ্মকালীন সময়সূচী ২৭ মার্চ, ২০২২ থেকে চলতি বছরের ২৯ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে।

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, ৪০টি দেশের এই ৬০টি-সহ মোট ৬৬টি এয়ারলাইন্স গ্রীষ্মকালীন সময়সূচীর অধীনে ভারত থেকে বাইরের দেশগুলোতে এবং বাইরের দেশগুলো থেকে ভারতে প্রতি সপ্তাহে ৩ হাজার ২৪৯টি ফ্লাইট পরিচালনা করবে। এই ৪০টি দেশের মধ্যে মরিশাস, মালয়েশিয়া, থাইল্যান্ড, তুরস্ক, যুক্তরাষ্ট্র ও ইরাকসহ অন্যান্য দেশ রয়েছে।

এছাড়া ইন্ডিয়া সালাম এয়ার, এয়ার আরাবিয়া আবুধাবি, কান্তাস এবং আমেরিকান এয়ারলাইনসহ বেশ কয়েকটি নতুন এয়ারলাইন্স রোববার থেকে ভারতের সাথে আকাশপথে অপারেশন শুরু করবে।

এদিকে রোববার থেকে পুনরায় চালু হওয়া বিমান চলাচলের ক্ষেত্রে ফের কিছু বিধিনিষেধে পরিবর্তন আনা হয়েছে। এবার থেকে ফ্লাইটে পর পর তিনটি আসনে বসার ক্ষেত্রে আর কোনো বাধা থাকছে না। অর্থাৎ ২৭ মার্চ থেকে আন্তর্জাতিক বিমান চলাচলের ক্ষেত্রে অধিকাংশ কোভিড বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে বলেই জানিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার।

এর পাশাপাশি বিমানবন্দরেও বেশ কিছু নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। এবার থেকে যাত্রীদের ক্ষেত্রে পাশাপাশি আসনে বসার আর কোনো বাধা থাকছে না। করোনার কারণে একটি করে আসন ফাঁকা রেখে বসার নিয়ম জারি ছিল। যা এবার থেকে তুলে নেওয়া হল।

এছাড়াও পাইলট ও বিমানসেবিকাদের যে পিপিই কিট পরার নিয়ম চালু ছিল, সেটিও তুলে নেওয়া হয়েছে। তবে ফ্লাইটের ভেতরে যাত্রীদের মাস্ক পরার অভ্যাস জারি রাখতে হবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, বিশ্বজুড়ে করোনা মহামারি শুরু হওয়ার পর ২০২০ সালের মার্চে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা দেয় ভারতের সরকার। অবশ্য তার কিছুদিন পর এয়ার বাবল চুক্তির অধীনে শর্তসাপেক্ষে কয়েকটি দেশের সঙ্গে ফ্লাইট যোগাযোগ চালু করে দেশটি। আর দুই বছরেরও বেশি সময় পরে এবার নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইটগুলো পুনরায় চালু হচ্ছে ভারতে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_crimenew87
© All rights reserved © 2015-2021
Site Customized Crimenewsmedia24.Com