লিবিয়ার পঞ্চান্ন নম্বর ডিটেনশন সেন্টারে আটক আরও ৭৪ জন বাংলাদেশি বৃহস্পতিবার (১০ মার্চ) দেশে ফিরেছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ঢাকা অফিসের এক কর্মকর্তা ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, লিবিয়ার ডিটেনশন ক্যাম্প থেকে দ্বিতীয় দফায় ৭৪ জন বাংলাদেশি সকাল ৮টার দিকে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেছে।
বুধবার (৯ মার্চ) দিবাগত রাতে লিবিয়ার বাংলাদেশ দূতাবাস জানায়, দূতাবাসের সর্বাত্মক প্রচেষ্টায় লিবিয়ার পঞ্চান্ন নম্বর ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের মধ্য থেকে দ্বিতীয় পর্যায়ে আরও ৭৪ জন বাংলাদেশিকে আইওএম-এর সহায়তায় দেশে পাঠানো সম্ভব হয়েছে। আইওএম’র ভাড়া করা লিবিয়ার বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে মেতিগা বিমানবন্দর থেকে বুধবার বিকেলে তারা ঢাকার উদ্দেশে রওনা করেন। বৃহস্পতিবার সকালে তারা ঢাকায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামিম উজ জামান মেতিগা আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশিদের বিদায় জানান। এ সময় তিনি ফ্লাইটটি পরিচালনার সঙ্গে সংশ্লিষ্টদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এর আগে গত ৩ মার্চ প্রথম পর্যায়ে লিবিয়ার পঞ্চান্ন নম্বর ডিটেনশন সেন্টারে আটক ১১৪ জন বাংলাদেশি দেশে ফেরত আসেন।