ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) পদ মর্যাদার ১৩ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
রোববার (৬ মার্চ) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত পৃথক তিনটি আদেশে এ বদলি করা হয়।
প্রথম আদেশে বলে হয়, ডিএমপির নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৭ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
আদেশ অনুযায়ী মো. মজিবর রহমানকে গোয়েন্দা-মতিঝিল বিভাগে, আমেনা খাতুনকে গোয়েন্দা-তেজগাঁও বিভাগে, মো. মাসুদুল হককে অপারেশনস বিভাগে, মুহা. মাহফুজুর রহমান মিয়াকে গোয়েন্দা-মিরপুর বিভাগে, মো. শফিকুল ইসলামকে সিটি-অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস বিভাগ, মো. ফিরোজ কবিরকে গোয়েন্দা-উত্তরা বিভাগ ও মো. মাহবুবুর রহমান সরকারকে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে।
অন্য দুইটি আদেশে বলা হয় ডিএমপির পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
আদেশ বলা হয়, ডিএমপির যাত্রাবাড়ী থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) আয়ান মাহমুদকে যাত্রাবাড়ী থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত); যাত্রাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইয়ামিন কবিরকে নিউমার্কেট থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত); নিউমার্কেট থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ মনিরুল হক ডাবলুকে লজিস্টিকস বিভাগে; লজিস্টিকস বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক হালদার অর্পিত ঠাকুরকে নিউমার্কেট থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন); সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. আব্দুল বাতেনকে কাফরুল থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) ও সশস্ত্র পুলিশ পরিদর্শক (লাইনওআর) মো. শাহী আলমকে পিওএম-উত্তর বিভাগে বদলি করা হয়েছে।