মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনিতে নিখোঁজের ৪দিন পর স্বামী-স্ত্রীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (০৯ এপ্রিল)দুপুর সাড়ে ১২টার দিকে জেলার কালকিনির আলীনগর ইউনিয়নের কোলচরীর হাবিব বেপারীর বাড়ির পাশের খাল থেকে মোয়াজ্জেম সরদার ও তার স্ত্রী মোকসেদা বেগমের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, গত সোমবার রাত থেকে নিখোঁজ হন এই দম্পতি। আজ তাদের হাত-পা বাঁধা অবস্থায় খাল থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের সন্তান সাঈদ সরদার তাদের এলাকার জিয়াউল হত্যা মামলার সাক্ষী।
পুলিশ জানায়, নিহত দম্পতি গত সোমবার রাত থেকে নিখোঁজ ছিল। এ ঘটনায় নিহতের জামাই ইমরান বাদী হয়ে গত বুধবার কালকিনি থানায় একটি মামলা দায়ের করেন।