দূর বহুদূরে
জাহাঙ্গীর বারী
চলে গেছো দূর বহুদূরে,
হবে না আর কভু দেখা,
চলে গেছো আমায় ছেড়ে,
জীবনটা করে দিলে আঁকাবাঁকা।
চলে গেছো দূর বহুদূরে,
দূর বহুদূরে।
জানি না আছো তুমি কেমন,
স্বপ্ন দেখো কি সেই আগের মতন,
রাখির বাঁধন তুমি দিয়েছো খুলে,
স্মৃতি গুলো গিয়েছো একেবারে ভুলে।
চলে গেছো দূর বহুদূরে,
চলে গেছো দূর বহুদূরে,
দূর বহুদূরে।
শুনতে কি পাও তুমি অন্তরের আর্তনাদ,
তোমাকে দেখার জাগে যে সাধ,
ভুলবে না আমায় তুমি করেছিলে পণ,
থাকবে সারাজীবন হয়ে আপন।
চলে গেছো দূর বহুদূরে,
চলে গেছো দূর বহুদূরে,
দূর বহুদূরে।
চলে গেছো দূর বহুদূরে,
হবে না আর কভু দেখা,
চলে গেছো আমায় ছেড়ে,
জীবনটা করে দিলে আঁকাবাঁকা।
চলে গেছো দূর বহুদূরে,
দূর বহুদূরে।
দূর বহুদূরে
দূর বহুদূরে।