1. hrhfbd01977993@gmail.com : admi2017 :
  2. editorr@crimenewsmedia24.com : CrimeNews Media24 : CrimeNews Media24
  3. editor@crimenewsmedia24.com : CrimeNews Media24 : CrimeNews Media24
শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৯:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

উতলা এই মন  —- জাহাঙ্গীর বারী

  • আপডেট সময় মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩, ১১.২৪ পিএম
  • ১৩২ বার পড়া হয়েছে

উতলা এই মন
জাহাঙ্গীর বারী

শনশন বহে পবন,
মেঘ জমবে যখন তখন,
উতলা এই মন,
তোমার লাগি সারাক্ষণ,
তুমি আসবে কখন?
মেঘ যে জমেছে ভীষণ।।

এসো না এ বেলায়,
পাখিরা ফিরছে কুলায়,
প্রকৃতি মেতেছে ঝড়ের খেলায়,
ফুলে ভরে গেছে বৃক্ষ তলায়,
পবনের ধমকা ধাওয়ায়,
দেখা হবে সাঁঝের মায়ায়।।

সাঁঝের এই ক্ষণে,
পড়ল তোমায় মনে,
এমন মায়াবী ক্ষণে,
বসে আছি আনমনে,
থেমে যাওয়া পবনে,
খুঁজি তোমায় আপনমনে।।

এলে না তুমি আর,
সাঁঝ শেষে এলো আঁধার,
তবুও খুঁজেছি তোমায় বার বার,
ঝড়ো পবন নেই আর,
ফাঁকি দিলে বারংবার,
ফিরে আসার কি দরকার?

এরূপ ছলনায়,
ব্যথাতুর কামনায়,
ছন্দহীন আশায়,
ব্যথা জমে হিয়ায়,
শূন্য জলসায়,
একাকী থাকি নিরালায়।।

এবেলা ওবেলা,
চলে গেলো কত বেলা,
দিলে না আর মনে দোলা,
ছিলো সবটাই কুহকের খেলা,
করলে অবহেলা,
পড়ে রইলাম একেলা।।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_crimenew87
© All rights reserved © 2015-2021
Site Customized Crimenewsmedia24.Com