উতলা এই মন
জাহাঙ্গীর বারী
শনশন বহে পবন,
মেঘ জমবে যখন তখন,
উতলা এই মন,
তোমার লাগি সারাক্ষণ,
তুমি আসবে কখন?
মেঘ যে জমেছে ভীষণ।।
এসো না এ বেলায়,
পাখিরা ফিরছে কুলায়,
প্রকৃতি মেতেছে ঝড়ের খেলায়,
ফুলে ভরে গেছে বৃক্ষ তলায়,
পবনের ধমকা ধাওয়ায়,
দেখা হবে সাঁঝের মায়ায়।।
সাঁঝের এই ক্ষণে,
পড়ল তোমায় মনে,
এমন মায়াবী ক্ষণে,
বসে আছি আনমনে,
থেমে যাওয়া পবনে,
খুঁজি তোমায় আপনমনে।।
এলে না তুমি আর,
সাঁঝ শেষে এলো আঁধার,
তবুও খুঁজেছি তোমায় বার বার,
ঝড়ো পবন নেই আর,
ফাঁকি দিলে বারংবার,
ফিরে আসার কি দরকার?
এরূপ ছলনায়,
ব্যথাতুর কামনায়,
ছন্দহীন আশায়,
ব্যথা জমে হিয়ায়,
শূন্য জলসায়,
একাকী থাকি নিরালায়।।
এবেলা ওবেলা,
চলে গেলো কত বেলা,
দিলে না আর মনে দোলা,
ছিলো সবটাই কুহকের খেলা,
করলে অবহেলা,
পড়ে রইলাম একেলা।।