কিছু কষ্ট
জাহাঙ্গীর বারী
কিছু কষ্ট থাকে জমাট,
কিছু কষ্ট খুলে রাখে সুখের ওপাশের কপাট,
কিছু কষ্ট জল হয়ে ঝরে,
কিছু কষ্ট কম্পন জাগায় অধরে।।
কিছু কষ্ট থাকে উহ্য,
কিছু কষ্ট নীরবে করতে হয় সহ্য,
কিছু কষ্ট থেকে যায় সবার অগোচরে,
কিছু কষ্ট সন্তরণ করে অন্তরে।।
কিছু কষ্ট মিশে থাকে শিরায় শিরায়,
কিছু কষ্ট ফিরে না কুলায়,
কিছু কষ্ট দিয়ে যায় প্রিয়জন,
কিছু কষ্ট মন থেকে হয়না বিয়োজন।।
কিছু কষ্ট দিয়ে যায় কিছু ভুল বুঝাবুঝি,
কিছু কষ্ট পেয়ে যাই হররোজই,
কিছু কষ্ট দিয়ে যায় ক্ষণিক সুখের হাতছানি,
কিছু কষ্ট শুনিয়ে যায় নিরাশার বাণী।।
কিছু কষ্ট দাপিয়ে বেড়ায় বিচ্ছেদের মোহনায়,
কিছু কষ্ট বেদনার্ত হয় প্রিয়জন হারানোর বেদনায়,
কিছু কষ্ট করে যায় সুখের অভিনয়,
কিছু কষ্ট কখনো হয়ে ওঠে বড় নির্দয়।।
কিছু কষ্ট করে দেয় একাকী একাকীত্ব,
কিছু কষ্ট করে সুখের সৎকার নিত্য,
কিছু কষ্ট পুরোপুরি করে দেয় বাকরুদ্ধ,
কিছু কষ্ট সৃষ্টি করে সুখ দুঃখের দ্বন্দ্ব।।
এতো কষ্টের মাঝে তবুও বেঁচে থাকতে হয়,
করে যেতে হয় শুধু সুখের অভিনয়।
মুখে বলে যেতে হয় -এই তো আছি বেশ,
ভেতরটা তো হয়ে থাকে নিঃশেষ।।
#বারী_ও_নীল_কাব্য