পরিচ্ছন্ন কর্মী
শেখ বোরহান
পরিচ্ছন্ন কর্মী আমি
সাফাই আমার কাজ।
সারাটা দিন ময়লা টানি
একটুও নেই লাজ।
তবু্ও ভাই লোকে আমায়
ময়লা ওয়ালা ডাকে।
একটুখানি ভুল হলেই
নানান গালি হাঁকে।
তোমরা সবাই নোংরা করো
ময়লার মালিক কারা।
ময়লা ওয়ালা তাকেই বলো
নোংরা করে যারা।