বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘নিউ মার্কেটে এলাকায় ছাত্র-ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা উসকানিমূলক। এ ঘটনার পিছনে যারা জড়িত তাদের আইনের আওতায় আনা প্রয়োজন। প্রথম দিকে যখন ঘটনাটি ঘটেছিল তখন প্রশাসন পরিস্থিতি সামলাতে পারতেন। তাহলে এই ঘটনা রণক্ষেত্রে রূপ নিত না।’
বুধবার (২০ এপ্রিল) নয়াপল্টন ভাসানী মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, ‘এধরনের ঘটনা দেশে সুশাসন না থাকার কারণে ঘটে থাকে। দেশের পরিস্থিতি আজ প্রমাণ করে আওয়ামী লীগ সরকার দেশের জন্য নিরাপদ নয়। তারা সম্পূর্ণ ব্যর্থ। তাদেরকে এবার জনগণ প্রত্যাখ্যান করবে।’
দেশের যে কোনো দূর্যোগ মুহুর্তে বিএনপি ও জিয়া পরিবার জনগণের পাশে দাঁড়িয়েছে বলে উল্লেখ করে দুদু আরও বলেন, ‘আজ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণ ক্রয় ক্ষমতা হারিয়ে ফেলেছে। চারদিকে মহামারি সংকটের এমন পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশন অসহায়, গরীব মানুষদের যেভাবে ঢাকাসহ বিভিন্ন জেলায় ঈদ সামগ্রী বিতরণ করছে, এতেই প্রমাণ হয় বিএনপি জনগণের দল। বিএনপি ক্ষমতায় থাকলে জনগণের কল্যাণ হয়।’
বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. মজিবুর রহমানের সভাপতিত্বে ও মহাসচিব হুমায়ুন কবির বেপারীর পরিচালনায় এতে আরও উপস্থিত ছিলেন জাসাসের সাবেক সহ-সভাপতি ডা. আরিফুর রহমান মোল্লা, এশিয়া মানবাধিকার সংস্থার মহাসচিব নজরুল ইসলাম বাবলু, বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সাধারণ সম্পাদক এন আহমেদ খান মন্টু প্রমুখ।