সরকারের সর্বোচ্চ পর্যায়ের পৃষ্ঠপোষকতায় দুর্নীতি মহামারি আকারে ছড়িয়ে পড়েছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেছেন, ‘প্রতিটি খাতে পিলে চমকানোর মতো বড় বড় দুর্নীতির খবর বের হচ্ছে। কিন্তু আজ পর্যন্ত কোনো দুর্নীতির বিচার হয়নি। বরং দুর্নীতি ও দুর্নীতিবাজদের বাঁচানো এই সরকারের দুটি বিরল গুণ।’
বুধবার (১৩ এপ্রিল) রাজধানীর নয়া পল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সরকার দুর্নীতিকে জায়েজ করতে জাতীয় সংসদে পর্যন্ত দায়মুক্তি আইন পাস করিয়েছে। এমনটা দাবি করে রিজভী বলেন, ‘২০২১ সালের বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি নিয়ে গতকাল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের বার্ষিক প্রতিবেদনেও বাংলাদেশের দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া, দুর্নীতির দায়মুক্তি এবং বিচারহীনতার কথা তুলে ধরা হয়েছে।’
তিনি আরও বলেন, দেশের দুর্বিষহ পরিস্থিতিতে প্রতিদিন ওবায়দুল কাদের আর হাছান মাহমুদদের অর্থহীন কথাবার্তা জনগণের কাছে বিস্বাদ মনে হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খান প্রমুখ।