রাজধানীর সদরঘাট থানাধীন গ্রেটওয়াল মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণ করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় রাত ৯টা ১৪ মিনিটে নিয়ন্ত্রণে আসে।
বিষয়টি নিশ্চিত করে সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান সিকদার জানান, শুক্রবার (৮ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে পাঁচ মিনিটের মাথায় ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ছয় ইউনিটের চেষ্টায় সদরঘাট গ্রেট ওয়াল শপিং সেন্টারে লাগা আগুন রাত ৯টা ১৪ মিনিটে নিয়ন্ত্রণে আসে। রাত ৯টা ৩৮ মিনিটে সম্পূর্ণ নির্বাপিত হয়।
তিনি আরও জানান, শেষ খবর পাওয়া পর্যন্ত আগুনের কারণ জানা যায়নি। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।