চলতি বছরে ভোটার তালিকা হালনাগাদ করার প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
২০ মে থেকে টানা তিন সপ্তাহ বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটারদের তথ্য সংগ্রহ করবে নির্বাচন কমিশন। এ লক্ষ্যে আড়াই হাজার নতুন ভোটারের জন্য একজন করে তথ্য সংগ্রহকারী নিয়োগের জন্য পরিপত্র জারি করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। গত ২৮ মার্চ ইসির সহকারী সচিব মো. মোশাররফ হোসেন স্বাক্ষরিত পরিপত্রটি জারি করেছে ইসি।
পরিপত্রে ইসি জানায়, ২০০৭ সালে ১ জানুয়ারি অথবা তার আগে যাদের জন্ম তাদের এবং বিগত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে যারা বাদ পড়েছেন তাদের নিবন্ধনের জন্য তথ্য সংগ্রহ করা হবে। এছাড়া যাদের জন্ম ১ জানুয়ারি ২০০৬ সাল ও ১ জানুয়ারি ২০০৭ সালে তাদেরও যথাসময়ে নিবন্ধনের জন্য অগ্রীম তথ্য সংগ্রহ করা হবে। এই কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার, টিম লিডার, ডাটা এন্ট্রি অপারেটর, টেকনিক্যাল এক্সপার্ট বা সাপোর্ট, প্রুফ রিডার এবং ডাটা এন্ট্রি হেলপার পদে যথাসময়ে নিয়োগ দেওয়ার জন্য বলা হয়েছে।
পরিপত্রে আরও জানানো হয়, ভোটার তালিকা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে গড়ে ২ হাজার ৫০০ জন ভোটারের জন্য একজন করে তথ্য সংগ্রহকারী এবং প্রতি ৫ জন তথ্যসংগ্রহকারীর জন্য একজন করে সুপারভাইজার নিয়োগ করতে হবে। ভোটার এলাকার সাথে সমন্বয় সাধন এবং ভৌগোলিক, প্রাকৃতিক, প্রশাসনিক, ভোটার এলাকার বিন্যাস ও অন্যান্য কারণে উল্লিখিত সংখ্যার হার কমতে বা বাড়তে পারে।
বিশেষ করে ভোটার এলাকা অখণ্ড রাখার লক্ষ্যে উক্ত সংখ্যা কম-বেশি হতে পারে। ভোটার তালিকা বিধিমালা, ২০১২ এর বিধি ৪(৫) অনুসারে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ দিতে হবে বলে জানিয়েছে ইসি।